কাপড় ধরে টান দিতেই বেরিয়ে এলো মানুষের হাড়গোড়


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৫:৩৮ পিএম
কাপড় ধরে টান দিতেই বেরিয়ে এলো মানুষের হাড়গোড়

নারায়ণগঞ্জে ব্রিজের নিচ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় মানুষের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের পূর্বাচল ১০ নম্বর সেক্টরের চার নম্বর ব্রিজের নিচ থেকে হাড়গুলো উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, পূর্বাচলের সড়কের নির্মাণ কাজে কর্মরত নিরাপত্তা কর্মী আবু তাহের ওই সেতুর উত্তর পাশে মাটির ভেতর থেকে কাপড় বের হওয়া অবস্থায় দেখেন। পরে তিনি ওই কাপড়ের কিছু অংশ ধরে টান দেন। এতে মাটির নিচ থেকে কাপড়ের সঙ্গে মানুষের মাথার খুলি ও অন্যান্য হাড়গোড় বেরিয়ে আসে।

পরে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে কাপড়ে মোড়ানো অবস্থায় মাথার খুলিসহ ৪০টি হাড়গোড় উদ্ধার করে।

এসআই তৌহিদুজ্জামান বলেন, উদ্ধার হওয়া হাড়গোড়ের পরিচয় শনাক্তে ফরেনসিক বিভাগে পাঠানো হবে। একই সঙ্গে এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Link copied!