• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রিজের নিচে মাটিচাপা অবস্থায় ছিল যুবকের মরদেহ


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৪, ০২:৫২ পিএম
ব্রিজের নিচে মাটিচাপা অবস্থায় ছিল যুবকের মরদেহ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাটিচাপা দেওয়া অবস্থায় সুমন (৩৪) নামের এক ঝালমুড়ি বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মার্চ) সকালে উপজেলা সিধুলি ইউনিয়নের শিমুলতলা মোড়ে জোড়া ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, সুমন পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। রোববার (১৭ মার্চ) রাত ১১টা পর্যন্ত বড় ভাইয়র সঙ্গে ছিলেন সুমন। পরে পান খাওয়ার কথা বলে তিনি চলে যান। সোমবার সকালে তরফা শিমুলতলা মোড়ে জোড়া ব্রিজের নিচে বুক পর্যন্ত মাটিতে পুঁতে থাকা অবস্থায় একটি মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সুমনের বড় ভাই মতিউর রহমান বেলাল বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

নিহতের স্ত্রী পারভিন বেগম বলেন, “আমার স্বামী পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। এলাকার কিছু খারাপ মানুষ আমার স্বামীকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রাখে। আমি সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার চাই।”

জেলার সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন।

Link copied!