• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

পুকুরপাড়ে পড়ে ছিল মা-ছেলে ও খালার বস্তাবন্দি মরদেহ


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৩:১২ পিএম
পুকুরপাড়ে পড়ে ছিল মা-ছেলে ও খালার বস্তাবন্দি মরদেহ
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৩ জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার মিঝিমিঝি পশ্চিমপাড়ার আমির হোসেনের বাড়ির পুকুরপাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, আব্দুস সামাদের মেয়ে লামিয়া আক্তার ও স্বপ্না আক্তার এবং লামিয়ার ৪ বছর বয়সি ছেলে আব্দুল্লাহ।

পুলিশের ধারণা, তাদের হত্যা করে মরদেহগুলো পুকুরপাড়ে ফেলে গেছে হত্যাকারীরা।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই মামুন খালাসি এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “মিজমিজি এলাকার একটি পুকুরে স্থানীয়রা বস্তাবন্দি খণ্ডবিখণ্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে রয়েছে।”
 

Link copied!