• ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২, ১ জ্বিলকদ ১৪৪৬

কৃষক দল নেতার বাবার মরদেহ পড়ে ছিল বিলে


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০৮:৪৮ পিএম
কৃষক দল নেতার বাবার মরদেহ পড়ে ছিল বিলে

ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুদিন পর উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুলের বাবা মাদ্রাসার শিক্ষক শেখ আল কালাম আজাদের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) উপজেলার জাহারপুর ইউনিয়নের কোঠরাকান্দি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শেখ আল কালাম আজাদ মধুখালীর মেগচামী ইউনিয়নের চরবামুনদি ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুলের বাবা।  

তানভীর আহমেদ শিমুল জানান, গত ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে বিলআড়ালিয়া বাজার থেকে তার বাবা নিখোঁজ হন। এ ঘটনায় সোমবার (২৮ এপ্রিল) মধুখালী থানায় একটি জিডি করেন তিনি।

পুলিশ সূত্র জানায়, জিডির সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য আল কালাম আজাদের দ্বিতীয় স্ত্রী তিথি আক্তার (২৮), তার শাশুড়ি ও মেগচামীর খালপাড়ি গ্রামের সোহরাব শেখের ছেলে রাসেল শেখ (২৮) নামে তিনজনকে থানায় নিয়ে আসা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নিখোঁজ ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

নিহতের সন্তান তানভীর আহমেদ শিমুল দাবি করেন, তার পিতাকে একটি মোটরসাইকেলে করে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ফেলে রাখা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো আশা করছি।”

Link copied!