• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২, ১৯ শাওয়াল ১৪৪৬

টয়লেটের কূপ থেকে শিশুর মরদেহ উদ্ধার


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৩:৫৩ পিএম
টয়লেটের কূপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আব্দুল মুনিম (৫) নামের এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে টয়লেটের কূপ থেকে আব্দুল মুনিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মুনিম উপজেলার ছোট চাঙ্গুইর গ্রামের স্কুলশিক্ষক ইদ্রিস আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মুনিম বুধবার সকাল ১০টার দিকে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। বেলা ১২টার দিকে স্থানীয় লোকজন গ্রামের জাহিদুলের টয়লেটের কূপের মধ্যে আব্দুল মুনিমের লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।  

এ বিষয়ে নন্দীগ্রাম কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, “নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের পর লাশ গুম করার উদ্দেশ্যে টয়লেটের কূপে রাখা হয়েছে।”

Link copied!