• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

ফরিদপুরে পুকুরে ভাসছিল এক কৃষকের মরদেহ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৪:৩৮ পিএম
ফরিদপুরে পুকুরে ভাসছিল এক কৃষকের মরদেহ
মরদেহ। ফাইল ফটো

ফরিদপুর শহরের কমলাপুর ডিআইবি বটতলার একটি পুকুর হতে ভাসমান অবস্থায় মুক্তার হোসেন (৫৪) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে শহরের ডিআইবি বটতলার সরদারপাড়া সড়কের বদরের পুকুর থেকে মুক্তার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুর রাশেদ শেখের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয়রা সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে মরদেহটি উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়।

তবে তার পরিবারের সদস্যরা জানান, মুক্তার হোসেন শারীরিকভাবে আগে থেকেই অসুস্থ ছিলেন এবং তার হার্টে পূর্বে থেকেই তিনটি রিং পড়ানো ছিল। সকালে নিজের জমিতে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!