• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৪ রজব ১৪৪৬

পুকুরে ভাসছিল দুই বোনের মরদেহ


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৬:৫৬ পিএম
পুকুরে ভাসছিল দুই বোনের মরদেহ
ফাইল ছবি

কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার পূর্বপাড়া এলাকায় পুকুর থেকে শিশু দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলো– মাইজখার গ্রামের অটোরিকশাচালক সুজন মিয়ার বড় মেয়ে তিন বছর বয়সী সামিয়া আক্তার এবং ছোট মেয়ে দেড় বছর বয়সী হামিদা আক্তার।

মৃত শিশুদের চাচা খোকন মিয়া এবং স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে, মঙ্গলবার সকালের কোনো এক সময়ে সামিয়া ও হামিদা খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখে তাদের উদ্ধার করে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে এলাকাবাসী।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, “সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি।”

Link copied!