• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬
জামায়াতের গোপন মিটিং

১২টি মোটরসাইকেল রেখে পালালেন নেতাকর্মীরা


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৮:০২ পিএম
১২টি মোটরসাইকেল রেখে পালালেন নেতাকর্মীরা

জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে পুলিশের অভিযানে ১২টি মোটরসাইকেল রেখে গোপন মিটিং থেকে পালালেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আদ্রা ইউনিয়নে পূর্ব থুরী দাখিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ জানান, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সে জন্য তারা গোপন একটি মিটিং করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ গেলে তারা থেকে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১২টি মোটর সাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনাস্থলে পুলিশ গেলে সবাই পালিয়ে যান। পরে তাদের ফেলে যাওয়া ১২টি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Link copied!