• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকা-মাওয়া রুটে পরীক্ষামূলক ট্র্যাক কার চালু


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৩, ০২:৪৭ পিএম
ঢাকা-মাওয়া রুটে পরীক্ষামূলক ট্র্যাক কার চালু

ঢাকা-মাওয়া অংশে পরীক্ষামূলক ট্র্যাক কার চালু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ট্র্যাক কারটি ঢাকার গেন্ডারিয়া রেলস্টেশন থেকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের উদ্দেশে যাত্রা শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে মাওয়া পৌঁছায় পরীক্ষামূলক ট্র্যাক কারটি।

পথে ট্র্যাক কারটিতে থাকা পর্যবেক্ষক দল ঢাকা-মাওয়া অংশে স্থাপিত রেললাইনের বিভিন্ন পয়েন্টে ও স্টেশনে ত্রুটি-বিচ্যুতিগুলো পর্যবেক্ষণ করে। পরে মাওয়া থেকে দুপুর ১২টার দিকে ট্র্যাক কারটি ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায়।

এ সময় ঢাকা থেকে রেলপথে মাওয়া স্টেশনে আসেন রেলওয়ে জিডি কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল জামিউল ও কর্নেল মো. ফারুক হোসেন।

Link copied!