• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী বাবু গ্রেপ্তার


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৭:৩৬ পিএম
সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী বাবু গ্রেপ্তার
গ্রেপ্তার বাবু। ছবি : প্রতিনিধি

পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী বাবু ওরফে কাঙ্গাল বাবু ওরফে জাইরা বাবুকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। তিনি ১৭ মামলার আসামি। এসময় তার কাছ থেকে দেশীয় ১ নলা বন্দুক উদ্ধার করা হয়।

সোমবার (৬)  বিকেলে মেজর শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে
রোববার (৫ জানুয়ারি) রাত ১২টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত আমিনপুর থানা এলাকার সাগরকান্দী ইউনিয়নের কেষ্টপুর গ্রামে মেজর শরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর বিশেষ টিম। 

গ্রেপ্তার বাবু সাগরকান্দি ইউনিয়নের কেষ্টপুর গ্রামের আইজ উদ্দিন মন্ডলের ছেলে। তিনি আওয়ামী লীগের সময় আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী খানের সঙ্গে মিশে থাকতেন ও বর্তমানে সুজানগর উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মোল্লার গ্রুপ হয়ে ক্যাডার সাপোর্ট দিয়ে আসছেন।

গত বছরের ২১ জুলাই বাবুকে আমিনপুর থানা পুলিশ আটক করলেও অর্থের বিনিময়ে তাকে থানা থেকেই ছেড়ে দেওয়া হয় বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

অভিযানে নেতৃত্ব থাকা মেজর শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনার আমিনপুর থানার সাগরকান্দি কেষ্টপুর এলাকায় আনুমানিক ৪৫ সদস্যর একটি সশস্ত্র চৌকস টিমসহ রোববার রাত থেকে সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় চিহ্নিত সন্ত্রাসী বিভিন্ন মামলার আসামি বাবু ওরফে কবির কাঙ্গাল বা জাইরা বাবুকে আটক করা হয়। বিভিন্ন সময় দল বদল করে রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় খুন, ডাকাতি, অবৈধভাবে মাটি কাটা, বালু উত্তোলন, অপহরণ, হাটবাজারে চাঁদাবাজিসহ ১৭টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখিয়ে আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বলেন, “সেনাবাহিনী থানায় হস্তান্তর করার পর বিকেলে বাবুকে পাবনার বিজ্ঞ আদালত পাঠানো হয়েছে। সেখান থেকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!