ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের জনজীবন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে জেলার বাঘাবাড়িতে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় কাঁপছে যমুনার পাড়ের মানুষ। এদিন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা। কুয়াশার কারণে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন হচ্ছে। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। প্রচণ্ড শীতে জুবুথবু অবস্থা খেটে-খাওয়া নিম্ন আয়ের মানুষের। শীতের কারণে কাজে বের হতে পারছেন না তারা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন চরাঞ্চলের মানুষ।
সিরাজগঞ্জের বাঘাবাড়ি আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তফা কামাল জানান, মঙ্গলবার সকালে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
অপরদিকে তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, আজ সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।