• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০, ১০ রজব ১৪৪৬

চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে ৪.৫ ডিগ্রি


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৯:২৩ এএম
চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমেছে ৪.৫ ডিগ্রি

এক দিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেয়েছে। কুয়াশাচ্ছন্ন রয়েছে জেলার আকাশ। ঠান্ডা বাতাসে জনজীবনে শীত অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

এর আগে বুধবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঠান্ডা বাতাসের কারণে জনজীবনের শীত অনুভূত হচ্ছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে কম বের হচ্ছেন। খড়কুটো জ্বলিয়ে মানুষ উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষগুলো বেশি বিড়ম্বনায় পড়েছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। আকাশ কুয়াশাচ্ছন্ন রয়েছে। কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে দেরিতে।

Link copied!