• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনের নিচেই চলছে পাঠদান


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১১:৪৩ এএম
ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনের নিচেই চলছে পাঠদান

মাদারীপুরের রাজৈরের ইশিবপুরের সাতবাড়িয়ায় একটি দাখিল মাদ্রাসা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় ওই ভবনের নিচেই চলছে আংশিক পাঠদান ও শিক্ষকদের অফিসসহ নানাবিধ কাজ।

মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, কোনো উপায়ন্তর না পেয়ে এই ভবন ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর বলছে, ইতোমধ্যে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।

সরেজমিন পরিদর্শন করে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সাতবাড়িয়া নূরে মোহাম্মাদী দাখিল মাদ্রাসা মূল পাকা ভবনটি ১৯৯৪-৯৫ অর্থবছরে ফাসালিটিস ডিপার্টমেন্ট কর্তৃক নির্মাণ হয়। তখন থেকে ভবনটিতে পাঠদান ও অফিস কক্ষের কাজ চলছে। তবে ২০২২ সাল থেকে ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে বিভিন্ন সময়। বর্তমানে মাদারীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো বিকল্প ভবন না থাকায় ওই ভবনেই আংশিক পাঠদান ও অফিস কক্ষের কাজ করা হচ্ছে।

ভবনের মেরামত করা ও স্বাভাবিক শিক্ষার গতি ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী।

মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট আবু বকর সিদ্দিকী বলেন, “ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা সত্ত্বেও কোনো উপায়ান্তর না পেয়েই ব্যবহার করতে বাধ্য হচ্ছি। আমাদের দাবি ভবনের ছাদ মেরামত করা হোক।”

মাদারীপুর শিক্ষা প্রকৌশলী অধিপ্তরের নির্বাহী প্রকৌশলী তানভীর ইসলাম বলেন, “নতুন বরাদ্দ পেলে মাদ্রাসা ভবনের ছাদের মেরামত করে দেওয়া হবে।”

Link copied!