• ঢাকা
  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

নিখোঁজের ১৪ দিন পর শিক্ষকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০৮:৪৯ পিএম
নিখোঁজের ১৪ দিন পর শিক্ষকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
মোহাম্মদ আরিফ। ছবি : প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজের ১৪ দিন পর শিক্ষক মোহাম্মদ আরিফের বস্তাবন্দি মরদেহ তার নিজ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে আরিফের বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, শিক্ষক মোহাম্মদ আরিফ পেকুয়া সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই গ্রামের মরহুম মাস্টার বজল আহমদের ছেলে। গত ২৯ সেপ্টেম্বর শিক্ষক আরিফ অপহরণের পর থেকে বিভিন্ন মাধ্যমে তার পরিবারের কাজ থেকে একটি সন্ত্রাসী বাহিনী মুক্তিপণ দাবি করে আসছে। মুক্তি না পেয়ে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি।

শিক্ষক আরিফের ছোট ভাই রিয়াদ জানান, গত ২৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে তার বড় ভাই পেকুয়া সদরের চৌমুহনীতে অবস্থান করেছিলেন। সেখান থেকে হঠাৎ তিনি নিখোঁজ হয়ে যান। নিখোঁজের পরপরই তার মোবাইল বন্ধ রয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজ না পাওয়ায় থানায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা।

সিরাজুল মোস্তফা বলেন, “খবর পেয়ে পরিত্যক্ত পুকুর থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Link copied!