• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

ট্রেনে কাটা পড়ে শিক্ষক নিহত


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০২:১৫ পিএম
ট্রেনে কাটা পড়ে শিক্ষক নিহত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আবদুল হামিদ খান (৩৮) নামের একজন শিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচরের গেটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল হামিদ খান নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামের হারুন অর রশিদ খানের ছেলে। তিনি নরসিংদীর বিভিন্ন এলাকার বাসা বাড়িতে ছাত্র-ছাত্রীদের প্রাইভে পড়াতেন।

নিহতের স্বজন ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে স্থানীয় মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে নাশতা শেষে বাদুয়ারচর এলাকার একটি বাসায় পড়াতে যাচ্ছিলেন হামিদ খান। ৮টার দিকে হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামের গেটবাজার এলাকায় রেললাইন দিয়ে হাঁটছিলেন তিনি। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা নরসিংদী রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. জহুরুল ইসলাম জানান, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে আবদুল হামিদ খান নামের এক শিক্ষক নিহত হয়েছেন। নিহতের পরিবারের সদস্যরা এসেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!