• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ১০:০৫ পিএম
স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে ওবাইদুল ইসলাম তুহিন (৩৫) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তুহিন জেলার জীবননগর উপজেলার শাহপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ মন্ডলের ছেলে ও চুয়াডাঙ্গা পৌর শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সমাজ বিজ্ঞানের শিক্ষক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সমাজবিজ্ঞানের শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনের কাছে প্রাইভেট পড়ত একই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। প্রতিদিনের মতো রোববার সকাল পৌনে ১০টায় ওই ছাত্রী প্রাইভেট পড়তে যায় সানফ্লাওয়ার স্কুলে। সেখানে প্রাইভেট পড়ার একপর্যায়ে অন্য শিক্ষার্থীদের ছুটি দিলেও ওই ছাত্রীকে আরও অঙ্ক করতে বলেন শিক্ষক তুহিন। একপর্যায়ে খাতা দেখার কথা বলে ওই ছাত্রীর শ্লীলতাহানি করে শিক্ষক।

এ সময় মেয়েটি দৌড়ে পালানোর সময় তার মামা দেখে ফেলেন। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা-মা চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনকে গ্রেপ্তার করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, স্কুলছাত্রীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড হয়েছে। গ্রেপ্তার শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুদুজ্জামান বলেন, “তুহিন সমাজবিজ্ঞানের শিক্ষক হলেও ছোটদের ক্লাসে তিনি গণিত নিতেন। এমন একটা জঘন্য কাজ করবে আমরা কখনো ভাবিনি। প্রতিষ্ঠানটির একটা সুনাম তৈরি হয়েছিল। আমরা চাই দোষীর সর্বোচ্চ শাস্তি হোক।”

Link copied!