বরগুনার তালতলী উপজেলায় টিসিবির পণ্য মুদিদোকানে বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে তালতলী বাজারের অনিল চন্দ্র সীল (৭০) নামের এক মুদি ব্যবসায়ীকে এই কারাদণ্ড দেওয়া হয়।
অনিল চন্দ্র সীল তালতলী বাজারের বাসিন্দা। তিনি মেসার্স শীল স্টোর নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনিল চন্দ্র সীলের দোকান থেকে ৪১ কেজি চিনি, ৮০ কেজি ডাল, ৩৬ বোতল (৭২ লিটার) সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় দোকান মালিককে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৮৬০ এর ১৮৮ ধারায় কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত টিসিবির পণ্যগুলো বড়বগী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, টিসিবির পণ্য ডিলার ছাড়া মুদিদোকানে বিক্রির অভিযোগে ওই দোকান মালিককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।