বরগুনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করার পর বাবাকে হত্যার ঘটনায় পরিবারটি শোকে স্তব্ধ হয়ে পড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের সিনিয়র নেতাকর্মীদের আইনি সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া বিশেষ অনুদানের সহায়তা সামগ্রী নিহত মন্টুর পরিবারের হাতে তুলে দেয় বরগুনা জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় মন্টুর স্ত্রীর সঙ্গে কথা বলেন তারেক রহমান।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মন্টু দাসের বাড়িতে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে এ বিশেষ অনুদানের সামগ্রী তুলে দেন।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ বিশেষ অনুদানে চাল, ডাল, তৈল, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও নিহতের পরিবারের জন্য প্রয়োজনীয় কাপড় ভুক্তভোগী পরিবারকে প্রদান করা হয়। ইফতারের পরে আমানুল্লাহ আমানের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে অডিও কলে মন্টুর স্ত্রী শিখা রানীর সঙ্গে কথা বলেন বিএনপির এ শীর্ষ নেতা।
এসময় অডিও কলে তারেক রহমান নিহতের পরিবারের খোঁজ খবর নেন এবং ভবিষ্যতেও বিএনপি ভুক্তভোগী পরিবারের পাশে থেকে সহায়তা করার আশ্বাস দেন।