দেশের আকাশে প্রথমবারের নিজের তৈরি বিমান উড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লা। সোমবার (৪ মার্চ) থেকে জুলহাসের বিমনা উড়ানোর ভিডিও ঘুরে বেড়াচ্ছে।
এরই মধ্যে ভিডিওটি নজরে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপর সেই তরুণ জুলহাস মোল্লার সহযোগিতায় পাশে দাঁড়িয়েছেন তিনি।
বুধবার (৫ মার্চ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভেরিফাইড পেজ (Bangladesh Nationalist Party-BNP) থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্ব দেখল হার না মানা এক যুবকের দৃঢ় সংকল্প, বাংলার আকাশে লিখে দিল সে আকাশ জয়ের গল্প, এই উড়ে চলা- তার স্বপ্ন জয়ের পর্ব।”
এই লাইনগুলো মানিকগঞ্জের নিভৃত গ্রামের উদ্যোমী যুবক জুলহাস মোল্লাকে নিয়ে লেখা। জীবনে নিজে কখনো বিমানে না চড়লেও জুলহাস মোল্লা নামের একজন ইলেকট্রিক মিস্ত্রি ‘আলট্রা লাইট (আরসি)’ মডেলের একটি বিমান তৈরি করে চমক দেখালেন।
সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানিকগঞ্জের তথা দেশের প্রতিভাবান সন্তান জুলহাস মোল্লার কাছে আমরা এসেছি।”
তিনি বলেন, “জুলহাস মোল্লাকে দেশের ভেতরে যে কোনো একটি ফ্লাইটে টিকিট করে প্লেনে চড়িয়ে উৎসাহ প্রদান করা হবে এবং আজকে তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাকে কিছু অর্থিক সহযোগিতা করেছি।”
রুমন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন— আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলহাস মোল্লার ওই কাজে সরকারি প্রণোদনা এবং সহায়তা দেওয়ার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে পাশে থাকবে বিএনপি।
জুলহাস মোল্লার এই উদ্ভাবনী কাজ দেখে অভিভূত তারেক রহমান। জুলহাসের এই অদ্যমী ও প্রশংসনীয় কাজের প্রশংসা করেছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন— মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, বিশিষ্ট পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুর মোর্শেদ ইমন, বিএনপি নেতা সত্যেন কান্ত পণ্ডিত ভোজন, রহমত লাবলু, সোহেল রানা, মিজানুর রহমান লিটনসহ দলের জেলা ও স্থানীয় নেতারা।
উল্লেখ্য, শিবালয়ের তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লার ছেলে জুলহাস রহমান মোল্লা। পরিবারের ছয় ভাইবোনের মধ্যে জুলহাস মোল্লা পঞ্চম। সংসারে অর্থাভাবে ২০১৪ সালে মাধ্যমিকেই থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। বর্তমানে জুলহাস মোল্লা ঢাকায় ইলেকট্টিক মিস্ত্রির কাজের পাশাপাশি চার বছরের চেষ্টায় নিজেই ‘আলট্রা লাইট (আরসি)’ বিমান তৈরি করে আলোচনায় এসেছেন।