মাগুরায় ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হয়ে নিহত শিশুটির পরিবারের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় শ্রীপুরের সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে শিশুটির পরিবারের হাতে উপহার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হালিমা আরলি।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন, মাগুরা জেলা বিএনপির নেতা আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো উপহার সামগ্রীর মধ্যে রয়েছে নতুন পোশাক, খাদ্য ও ঈদ সামগ্রী।
বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদিকা অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপাসন তারেক রহমান ধর্ষণের ঘটনায় নিহত শিশুটির পরিবারের সঙ্গে সবসময় আছেন। তিনি আমাদের কাছে সবসময় মেয়েটির খোঁজ খবর রাখছেন। ঈদকে সামনে রেখে তিনি উপহার পাঠিয়েছেন।”
হালিমা আরও বলেন, “শুধু এই শিশু নয়, সারা দেশে নারী নির্যাতনে ভিক্টটিমরা যেন আইনি সহায়তা পায়, সেজন্য সেল করে দিয়েছেন। মাগুরায় নিহত শিশুটি যেন আইনি সেবা পায়, সেজন্য আইবজীবী নিয়োগ দিয়েছেন। শিশুটির জন্য মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকসহ কয়েকজন আইনজীবী কাজ করছেন।”