টাঙ্গাইলের সখীপুরে ভাগ্নে শাকিব হাসানের (২০) হাত ধরে দুই সন্তানের জননী মামি পালিয়েছেন।
মঙ্গলবার (২ মে) সকালে উপজেলার যাদবপুর ইউনিয়নের লাঙ্গুলিয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী কাচামাল ব্যবসায়ী আবদুল লতিফ সন্তানদের নিয়ে লোকলজ্জার ভয়ে বাড়ির বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছেন। অপরদিকে মামি ভাগ্নের এ নেক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন গ্রামবাসী।
জানা যায়, উপজেলার যাদবপুর ইউনিয়নের লাঙ্গুলিয়া মধ্যপাড়া গ্রামের আবদুল লতিফের স্ত্রী দুই সন্তানের জননীর সঙ্গে ভাগ্নে (স্বামীর বোনের ছেলে) একই এলাকার মৃত সহিদ মিয়ার ছেলে প্রবাসী শাকিব হাসানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাস তিনেক আগে ভাগ্নে শাকিব দেশে ফিরলে তাদের সম্পর্কটা আরও গভীর হয়ে ওঠে। মঙ্গলবার সকালে ভাগ্নে শাকিবের সঙ্গে মামি তার সন্তানদের রেখে পালিয়ে যান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, “এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”