• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সমন্বয়ককে বহিষ্কার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪, ১২:৫৪ পিএম
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সমন্বয়ককে বহিষ্কার

বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনি বিশ্বাসকে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফরিদপুরে নেতৃত্ব দেওয়ার দায়ে জেলও খেটেছিলেন।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আবরার নাদিম ইতু এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকলের পক্ষে অপর সমন্বয় আবরার নাদিম ইতু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‍‍`বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য জনি বিশ্বাসকে ছাত্র আন্দোলনের প্রভাব বিস্তার করে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বহিষ্কার করা হলো। তার ভবিষ্যৎ কোনো কর্মকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর দায়বদ্ধ থাকবে না এবং তার সঙ্গে সাংগঠনিকভাবে কাউকে যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হলো।”

তবে এ বহিষ্কারকে অবৈধ ও পরিকল্পিত দাবি করেছেন জনি বিশ্বাস।

তিনি বলেন, “আমাদের ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটিই ইতিমধ্যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেখানে কোনো কমিটি ছাড়াই কোনো নিয়মে আমাকে বহিষ্কার করা হলো। এ ছাড়া আমার বিরুদ্ধে যেসব অনৈতিক কর্মকাণ্ডের কথা বলা হচ্ছে সেটা সম্পন্নই ভিত্তিহীন। আমাকে যে অবৈধভাবে বহিষ্কার করা হয়েছে, সেটা আমি কেন্দ্রীয় সমন্বয়কদের জানাবো এবং বিষয়টি তদন্ত করে দেখতে বলা হবে।”

Link copied!