• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৫, ০৩:০৫ পিএম
ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন ওই ছাত্রলীগ নেতার স্বজন ও প্রতিবেশীরা। এ সময় ঘেরাওকারীদের ওপর বিএনপির কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে আড়াইহাজার থানা চত্বরে এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার সাগর হাসান মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ছাত্র। রোববার রাতে মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার কবির হাসানের ছেলে।

ওসি বলেন, ‘সাগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত দুটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। তিনি একটি ঋণখেলাপির মামলায় পরোয়ানাভুক্ত আসামি। দুপুরে তিনটি মামলাতেই তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন।’

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সাগর হাসান

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে গ্রেপ্তারের পর সকালে সাগরকে ছাড়িয়ে নিতে থানার সামনে জড়ো হন তার আত্মীয় ও প্রতিবেশী কয়েকজন নারী। তারা সাগরকে ‘নির্দোষ’ দাবি করে থানার সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভের একপর্যায়ে পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে দেয়। থানা ঘেরাওয়ের পর স্থানীয় বিএনপি, মহিলা দল ও ছাত্রদলের কয়েকজন নারী কর্মী বিক্ষোভকারীদের ওপর হামলার চেষ্টা করেন। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

সাগরের এক নারী আত্মীয় বলেন, ‘আমরা থানায় যাইয়া জানতে চাইছি, কোন মামলায় সাগরকে গ্রেপ্তার করা হইছে। পুলিশ আমাদের কোনো তথ্য দিতেছিল না। তখন আমরা বিক্ষোভ করি। এ সময় থানার ওসি বিএনপির লোকজনকে খবর দিয়ে আমাদের ওপর হামলা করিয়েছে।’

তবে ওসি এনায়েত হোসেন এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ছাত্রলীগ নেতার স্বজনেরা ক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ থানার গেট বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নেয়। পরিস্থিতি এখন শান্ত আছে।’

Link copied!