সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল, সম্পাদক মাসুম


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৭:৪৮ পিএম
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল, সম্পাদক মাসুম

সুনামগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ শেরগুল আহমেদ। তিনি সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাসুম হেলাল। তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি।

শনিবার (২১ ডিসেম্বর) সুনামগঞ্জ প্রেসক্লাব হল রুমে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

নির্বাচনের ফলাফলে সহ-সভাপতি পদে আল হেলাল, রওনক বখত, যুগ্ম-সম্পাদক পদে বাবুল মিয়া, কোষাধ্যক পদে শহীদ নূর আহমেদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে রাজু আহমেদ রমজান, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন মো. সোহেল আলম, প্রচার ও প্রকাশন সম্পাদক পদে আলাউর রহমান।

এ ছাড়া সদস্য সদস্য পদে ৬ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, মাহবুবুর রহমান পীর, একে কুদরত পাশা, কবি আমিনুল হক, ঝুনু চৌধুরী, আনোয়ারুল হক ও স্বপন কুমার তালুকদার।

Link copied!