• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

প্রতিবাদী গান-কবিতায় নিহতদের স্মরণে শিক্ষার্থীরা


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২৪, ০৯:৫০ পিএম
প্রতিবাদী গান-কবিতায় নিহতদের স্মরণে শিক্ষার্থীরা

ঠাকুরগাঁওয়ে গান-কবিতার মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘রিমেম্বার দ্য হিরোস’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। 

এতে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের হাজারও শিক্ষার্থী ও তাদের  অভিভাবক অংশগ্রহণ করেন।

এ সময় শিক্ষার্থীরা সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ে লক্ষ্যে মঞ্চনাটক, প্রতিবাদী গান, কবিতা আবৃত্তি, মশাল ও মোমবাতি প্রজ্জ্বলন এবং ফেস্টুন নিয়ে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। 

এ ছাড়া ও শহীদ ও আহত এবং ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ করেন তারা। 

Link copied!