• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৭ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

সন্তান হত্যার বিচার চাইলেন আন্দোলনে নিহত শিক্ষার্থীর মা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৪:১৪ পিএম
সন্তান হত্যার বিচার চাইলেন আন্দোলনে নিহত শিক্ষার্থীর মা

টাঙ্গাইল শহরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী মারুফ গুলিতে নিহত হওয়ার ঘটনায় সকল আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন মা মোর্শেদা বেগম।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি নিজের সন্তান হত্যার বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে মা মোর্শেদা বেগম বলেন, “গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আমার ছেলে মারুফ টাঙ্গাইল শহরের মেইনরোডে গুলিতে নিহত হয়। তারপর থেকে আমি সন্তান ছাড়া খুব কষ্টে দিন যাপন করছি। এ ঘটনায় আমি ছেলের হত্যার বিচারের জন্য একটি হত্যা মামলা করি। কিন্তু আজকে প্রায় ৬ মাস পার হলেও ২-৩ জন আসামি ছাড়া কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। যদি পুলিশ সঠিকভাবে চেষ্টা করে তাহলে আসামিদের গ্রেপ্তার করতে পারে। আমি ছেলে হত্যার বিচার চাই।”

তিনি আরও বলেন, “বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে এই হত্যা মামলা নিয়ে আমি নাকি বাণিজ্য করতেছি। আমি কখনোই মামলা বাণিজ্য করিনি। আমার একমাত্র ছেলে ছিল মারুফ। আমি সকল আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

এসময় বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক আল আমিন, মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!