• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাথায় লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের মিছিল, পুলিশের বাধা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪, ০৬:৫৮ পিএম
মাথায় লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের মিছিল, পুলিশের বাধা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ছাত্র হত্যা, নিপীড়ন ও হয়রানির ঘটনায় সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রকাশের ঘটনাকে প্রত্যাখ্যান করে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের রেজিস্ট্রিপাড়া এলাকায় শাহীন স্কুলের সামনে থেকে ১০-১২ জন শিক্ষার্থী মিছিল বের করেন। পরে মিছিলটি বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে পৌঁছলে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে, শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

Link copied!