সারা দেশের মতো বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে খুশি বরগুনার শিক্ষার্থীরা।
সোমবার (০১ জানুয়ারি) সকাল থেকে বরগুনার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
নতুন বই হাতে পাওয়ার পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পরার মতো। বারবার নতুন বই উল্টে দেখা, নতুন বইয়ের গন্ধ নেওয়া, বইগুলো পরম যত্নে ছোট দুহাতে বুকে চেপে ধরে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা।
বছরের প্রথম দিন বরগুনা জিলা স্কুল, বরগুনা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বরগুনা দারুল উলুম নেসারিয়া কামিল (এম এ) মডেল মাদ্রাসা, গৌরীচন্না নবাব সলিমুল্লাহ মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়, পুরাকাটা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গগন ম্যামরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, নাপিত খালি পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়সহ জেলার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের হাতে সরকারের বিনামূল্যের বই তুলে দিয়ে বই উৎসব পালন করা হয়।
দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর বাবা জাহাঙ্গীর কবির মৃধা বলেন, “বছরের প্রথম দিন আমাকে নিয়ে আমার ছেলে নতুন বই নিতে এসেছে। বই হাতে পেয়ে আমার ছেলে খুবই খুশি।“
বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই দিতে পেরে ভালো লাগছে। সবাই কত আনন্দের সঙ্গে বই গ্রহণ করেছে। তাদের উচ্ছ্বাস দেখলেও ভালো লাগে। এখন শিক্ষার্থীরা দ্রুত তাদের লেখাপড়া শুরু করতে পারবে।
বরগুনা জিলা স্কুলের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন বলেন, “আজ প্রায় পঞ্চাশ শতাংশ ছাত্রীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা খুবই কম। সরকার যদি শিক্ষক নিয়োগ দেয় তাহলে বিদ্যালয়ের মান আরও ভালো হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন জানান, নতুন বছর নতুন ক্লাসে নতুন বই হাতে পাওয়ার পর ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত। তারা বছরের প্রথম দিন বই হাতে পাওয়ার কারণে সিলেবাসটা দ্রুত শেষ করতে পারবে। ফলাফলও ভালো হবে।