• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

সুনামগঞ্জে শিক্ষার্থী, ছাত্রদল, ছাত্রলীগের পৃথক মিছিল


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ০৪:১৪ পিএম
সুনামগঞ্জে শিক্ষার্থী, ছাত্রদল, ছাত্রলীগের পৃথক মিছিল

কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুরের পৌর শহরের হোসেন বখত চত্বরে শিক্ষার্থীরা একত্রিত হয়। এসময় তারা ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

পরে সেখান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানেই তারা কর্মসূচি সমাপ্ত করেন।

এদিকে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের পরিকল্পিত হামলার প্রতিবাদে সুনামগঞ্জ জেলা ছাত্রদল পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনেই সমাবেশ করেন।

অপরদিকে শিক্ষার্থী ও ছাত্রদলের মিছিল শেষে দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ মিছিল বের করে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ। পৌর শহরের রমিজ বিপণীর জেলা আওয়ামী লীগের অফিসের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সুনামগঞ্জ সরকারি কলেজে গিয়ে শেষ হয়।

Link copied!