• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রধান শিক্ষকের পদত্যাগসহ ১০ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৪:২২ পিএম
প্রধান শিক্ষকের পদত্যাগসহ ১০ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন মৃধার পদত্যাগসহ ১০ দফা দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয়ের সামনের গোসাইরহাট-চাঁদপুর প্রধান সড়ক অবরোধ করে এই বিক্ষোভ সমাবেশ করেন ছাত্র-ছাত্রীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, জাল সার্টিফিকেট বাণিজ্য, শিক্ষার্থীদের ফরম ফিলাপের টাকা নিয়ে পরীক্ষায় বসতে না দেওয়া, বিদ্যালয়ের মালিকানাধীন পুকুরের লিজের টাকা আত্মসাৎ এবং একটি সংস্থা থেকে উপবৃত্তি পাইয়ে দেওয়ার জন্য ৩০০ শিক্ষার্থী থেকে ৩০০ টাকা করে নিয়ে সেই টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের বিরুদ্ধে। তাই শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগ চান।

মানববন্ধনে দশম শ্রেণীর শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, “আমাদের প্রধান শিক্ষক দুর্নীতিবাজ। তিনি ডিজিটাল সিস্টেমে বিদ্যালয় পরিচালনা করতে অযোগ্য। আমরা তার পদত্যাগসহ ১০ দফা দাবি জানিয়েছি। কিন্তু প্রধান শিক্ষক আমাদের পরিবারের লোকজনদের হুমকি দিয়ে এই আন্দোলন থেকে সরে আসতে বলেছেন। তাই প্রধান শিক্ষকের পদত্যাগসহ আমাদের ১০ দফা দাবি মেনে নিতে হবে। তা না হলে আমরা ক্লাসে ফিরব না।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!