• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাল কাপড় মাথায় বেঁধে সড়ক অবরোধ শিক্ষার্থীদের


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪, ০৩:২৩ পিএম
লাল কাপড় মাথায় বেঁধে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

খুলনায় ৯ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মহানগরীর শিববাড়ী মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি করেন তারা।

এ সময় শিক্ষার্থীদের অনেকের মাথায় লাল কাপড় বাঁধা ছিল। এ সময় তারা কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে শিক্ষার্থীদের হত্যার বিচার, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবি জানান।

এ ছাড়া শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘আমার ভাইদের মারলি কেন?’ এমন নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

সড়ক অবরোধের কারণে খুলনা-যশোর মহাসড়ক, মজিদ সরণি, কেডিএ অ্যাভিনিউ, ইব্রাহিম মিয়া সড়কসহ আশপাশের কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হযে যায়। শিববাড়ী মোড়ে এখনো বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে আজ মঙ্গলবার সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। তবে এই শোককে প্রহসন উল্লেখ করে প্রত্যাখ্যান করেন আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীসহ অনেকেই। শোকের রঙ কালো হলেও আজ তারা ফেসবুকে তাদের লাল প্রোফাইল পিকচার দিয়েছেন।

এর আগে সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার পক্ষ থেকে শোক দিবস পালনের সিদ্ধান্ত হয়। এরপর সেমবার রাত থেকে অনেক শিক্ষার্থী নিজেদের প্রোফাইল পিকচার হিসেবে লাল রঙ বেছে নেন। নতুন এ ট্রেন্ডে শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দেন নানা পেশার মানুষ।

অপরদিকে সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধ রাখা হলেও মঙ্গলবার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ভেরিফায়েড প্রোফাইলে কালো প্রোফাইল পিকচার দিয়েছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!