‘হাফ পাস ভিক্ষা নয়, সাধারণ শিক্ষার্থীদের অধিকার’ এই স্লোগানে ফরিদপুর শহরের ব্যস্ততম পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের প্রধান সড়ক জুড়ে অবস্থান নিয়ে তারা বাসে হাফ ভাড়ার দাবি জানান।
ফরিদপুর জেলার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ওই অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে দুপুর ১২টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল সেখানে উপস্থিত হয়ে বাসে হাফ ভাড়া কার্যকর করার ঘোষণা দিলে কর্মসূচি সমাপ্ত করেন শিক্ষার্থীরা।
এ সময় ফরিদপুর জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া কার্যকর করার অঙ্গীকার করেন। অবস্থান কর্মসূচি চলাকালে শহরের গুরুত্বপূর্ণ ভাঙ্গা রাস্তার মোড় ও আশপাশের এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আবরাব নাদিম ইতু, আফাত শাহ, আনিসুর রহমান সজল, কাজী রিয়াজ, জনি বিশ্বাস, বৈশাখী ইসলাম, আসাদ শেখ, মোহাম্মদ আশরাফ প্রমুখ।