ঠাকুরগাঁওয়ে প্রায় ৩৪ কেজি ওজনের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ মে) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ি রাজাপুকুর বাজারের পশ্চিম পাশে বহুপুকুর নামক স্থানের পুকুরের মাটি কাটাতে গিয়ে স্থানীয় শ্রমিকরা মূর্তিটি পান।
স্থানীয় বাসিন্দা আসরারুল হক জামালি বলেন, “আমাদের পুকুরে একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে, এটার ওজন ৩৪ কেজি। শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে আমার চাচা ইয়াসিন আলী প্রথমে দেখতে পান, পরে আমাদের খবর দিলে আমরা পুলিশকে খবর দি। পরে পুলিশ এসে মূর্তিটি নিয়ে যায়।”
বেগুনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বনি আমিন জানান, পুকুরে একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে, এটার ওজন ৩৩ কেজি ৮০০ গ্রাম। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মূর্তিটি নিয়ে যায়।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।