• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শকুনেরা ফোঁসফোঁস করছে, সবাইকে সতর্ক থাকতে হবে : জামায়াতের আমির


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৫:৪৪ পিএম
শকুনেরা ফোঁসফোঁস করছে, সবাইকে সতর্ক থাকতে হবে : জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা জাতীয় স্বার্থে দল ও ধর্মের ঊর্ধ্বে থেকে কাজ করতে চাই। এই দেশকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ বানাতে চাই। কিন্তু আকাশে কালো শকুন ঘুরছে। এই শকুন মাঝে মাঝে ফোঁসফোঁস করছে। তাই সতর্ক থাকতে হবে। যে যে যেভাবেই উস্কানি দেক, আমরা ফাঁদে পা দেব না।”

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে এক কর্মী সভায় তিনি এ কথা বলেন।

দীর্ঘ ১৭ বছর দেশ থেকে সাতক্ষীরার মানুষকে আলাদা করে রাখা হয়েছিল উল্লেখ জামায়াতের আমির বলেন, “বিগত সরকার সাতক্ষীরায় আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। তারা লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতা দখল করেছে। জুলুম-নির্যাতন করে শত বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল। তারা এখন দেশ ছেড়ে পালিয়েছে।”

ডা. শফিকুর রহমান বলেন, “বিগত সরকারের নেতারা বলতেন, তারা ক্ষমতা থেকে চলে গেলে তাদের পাঁচ লাখ নেতাকর্মীকে হত্যা করা হবে। সেটি মিথ্যা প্রমাণ হয়েছে। আমরা ধৈর্য ধারণ করেছি। এখনো শকুনেরা ওপর থেকে ছোবল মারতে চাইছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। শকুন যেন ওপর থেকে নিচে না নামতে পারে।”

এসময় আগামীতে সুন্দর সমৃদ্ধশালী দেশ উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এর আগে সকাল ৯টায় সাতক্ষীরা পল্লীমঙ্গল মাঠে সাতক্ষীরা জেলা জামায়াতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

এসময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, মুহাদ্দিস রবিউল বাশার, জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নুরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

Link copied!