ফরিদপুরে সরকারি গণগ্রন্থাগারে টয়লেটের ভেন্টিলেটরের কাঁচ ভেঙে ও শিক কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা অফিসকক্ষের একটি ল্যাপটপ, ট্যাব, চারটি নতুন কম্পিউটারসহ লক্ষাধিক টাকার মালপত্র নিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যা গণগ্রন্থাগারটির সহকারী লাইব্রেরিয়ান সাজু আহমেদ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাতে শহরের কমলাপুর মহল্লার ময়েজউদ্দিন জেলা সরকারি গণগ্রন্থাগারে এ ঘটনা ঘটে।
সাজু আহমেদ জানান, চোরেরা ওই গ্রন্থাগারের ভেন্টিলেটার ভেঙ্গে ভেতরে ঢুকে অফিস কক্ষে থাকা একটি ল্যাপটপ, একটি ট্যাব ও চারটি নতুন কম্পিউটারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিতে সহকারী গ্রন্থগারিককে পরামর্শ দেওয়া হয়েছে।”