• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩, ০১:৩৮ পিএম
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিন্দু ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম চালু হয়েছে। এ ছাড়া হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিল হোসেন বলেন, “বুধবার (৬ সেপ্টেম্বর) একদিন বন্ধের পর বৃহস্পতিবার সকাল থেকে ভারতের সঙ্গে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে।”

এ বিষয়ে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “বুধবার হিলি স্থলবন্দরে ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। আজও স্বাভাবিক রয়েছে।” 

Link copied!