• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩, ০৩:০৬ পিএম
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
ফাইল ফটো

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বেনাপোল বন্দরে কর্মচাঞ্চলতা ফিরে এসেছে। শুরু হয়েছে বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের কার্গোবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব বলেন, “বড়দিন উদযাপনের পর আজ সকাল থেকেই বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।”

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, আজ সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ৯০ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে এবং ৬৭ ট্রাক টণ্য আমদানি হয়েছে। বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রমও চলছে।

এর আগে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে একদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার ঘোষণা দেয় বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোশিয়েশন। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত সচল থাকার কথা জানায় সংগঠনটি।

গত রোববার (২৪ ডিসেম্বর) বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোশিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান নিশ্চিত করেন।  তিনি বলেছেন, সোমবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে একদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। মঙ্গলবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি সচল হবে। 

Link copied!