• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সোনার বারসহ চোরাকারবারি আটক


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৪:২৬ পিএম
সোনার বারসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরায় সীমান্ত থেকে ৩ পিস সোনার বারসহ মো. জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

শনিবার (১০ নভেম্বর) রাতে সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন তুজুলপুর বিশেষ বিজিবি ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।  
আটক মো. জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১) ঢাকার কদমতলীর রায়েরবাগ এলাকার মৃত নুরুল হকের ছেলে।

সোনার বার তিনটির ওজন ৪৭৩ গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য ৫৭ লাখ ৫৭ হাজার টাকা।

রোববার সকালে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

বিজিবি জানায়, শনিবার রাতে ঢাকা থেকে সাতক্ষীরাগামী এমআর পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. জাহাঙ্গীর হোসেন স্বপনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি সোনার বার ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা করা হয়েছে এবং সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Link copied!