• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘স্মার্ট বাংলাদেশ ঘোষণার প্রভাব পড়তে শুরু করেছে’


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৬:০৮ পিএম
‘স্মার্ট বাংলাদেশ ঘোষণার প্রভাব পড়তে শুরু করেছে’

দেশে স্মার্ট বাংলাদেশ ঘোষণার পর এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

রোববার (২৬ ফেব্রুয়ারি) পাবনার ইমাম গাজ্জালী স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামসুল হক টুকু বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ ঘোষণার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। সরকার শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে স্মার্টভাবে কাজ করার পরিকল্পনা করছে।”

তিনি বলেন, শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলার সবুজ ভূমি রক্তে রঞ্জিত হওয়ার চিত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। জাতির পিতা যেভাবে বাঙালি তৈরির কথা ভাবতেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন শিক্ষা প্রতিষ্ঠান তৈরির জন্য নিরলস পরিশ্রম করছেন পাবনায় সেরকম শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে।”

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই দেশে শিক্ষা খাত ও বিদ্যুতের উন্নয়ন হয়েছে। তারা (বিরোধী দল) যতদিন ক্ষমতায় ছিল শিক্ষা ও বিদ্যুৎ খাতকে তারা পিছনের দিকে নিয়ে গেছে। সরকার এখন শিক্ষা খাতকে স্মার্ট করার পাশাপাশি নৈতিক শিক্ষা জোরদার করার কথা ভাবছে।”

ইমাম গাজ্জালী ট্রাস্টের সভাপতি আলহাজ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও অ্যাড. আব্দুল হান্নান শেলী, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শামসুর রহমান খান মানিক, অধ্যক্ষ সুরাইয়া সুলতানা ও এডিসি (শিক্ষা) মাহফুজা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!