• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে চেয়ারম্যান প্রার্থীর বোন


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: মে ২১, ২০২৪, ০৪:৫৩ পিএম
সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে চেয়ারম্যান প্রার্থীর বোন

সাতক্ষীরা তালা উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনের অভিযোগে উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বোনের বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ মে) উপজেলার হাজরাকাটি সরকারি প্রাইমারি স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। পরে তাকে প্রত্যাহার করে প্রশাসন।

প্রত্যাহার হওয়া সহকারী প্রিসাইডিং কর্মকর্তার নাম তাসলিমা খাতুন। তিনি তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সরদার মশিয়ার রহমানের বোন।

তাসলিমা খাতুন জানান, সদ্য সাবেক তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্তমান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সনৎ কুমার ঘোষ কেন্দ্র পরিদর্শন পরবর্তী এ অভিযোগ উত্থাপন করায় তাকে উঠিয়ে নেওয়া হয়।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আজিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্টাইকিং ফোর্স কর্মকর্তা তৈবুর রহমানের অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে রিটার্নিং কর্মকর্তা এডিসি জেনারেল সরোয়ার হোসেন তাকে প্রত্যাহারের নির্দেশ দেন। পরে তার স্থলে অতিরিক্ত তালিকায় থাকা অখিল কুমার মণ্ডলকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় ভোটগ্রহণ স্বভাবিক রয়েছে।

Link copied!