প্রতি বছরের ন্যায় এবারও সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদুল আজহা উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুলাই) উপজেলার মশিপুর গ্রাম স্কুল মাঠ, বাতিয়ার পাড়া, সরিষাকোল গ্রামে এই লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
মশিপুর উল্কো যুব সংঘ, বাতিয়ার পাড়া জাগরণ সংঘ ও সরিষাকোল যুব সমাজের উদ্যোগে এই আয়োজন করা হয়।
খেলাকে কেন্দ্র করে গ্রামজুড়ে উৎসবের আমেজ বইতে দেখা যায়। ঢাক-ঢোল আর সানাইয়ের বাজনার তালে তালে খেলোয়াররা লাঠি হাতে নাচ ও কসরত দেখিয়ে উপস্থিত দর্শকদের আনন্দ দেন।
এ সময় লাঠি খেলা ছাড়াও মেয়েদের সুই-সুতা খেলা, দড়ি খেলা, বালিস খেলা, ছেলেদের মোরগ লড়াই, বিস্কুট দৌড়, হাড়ি ভাঙ্গা ও জাদুর খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয় ওমর ফারুকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন গাঁড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন।