কুড়িগ্রাম প্রেসক্লাবের বর্তমান কমিটি ভেঙে প্রেসক্লাব দখল ও নতুন সদস্য অন্তর্ভুক্তির ষড়যন্ত্রে না যাওয়ায় দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্তকে অকথ্য গালিগালাজ ও ডেকে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কালবেলার সাংবাদিক সাঈয়েদ আহমেদ বাবুর বিরুদ্ধে।
শনিবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে কুড়িগ্রাম পৌরসভাসংলগ্ন একটি মোটর সাইকেল শোরুমের ভেতরে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়,গত ১ সপ্তাহ থেকে কুড়িগ্রাম প্রেসক্লাবের বাইরে থাকা সাংবাদিকরা প্রেসক্লাব দখল করতে একটি ১৫ সদস্যের কমিটি গঠন করে। সেই কমিটিতে সুজন মোহন্ত নাম অন্তর্ভুক্তের অপারগতা জানানোর জেরে শনিবার রাতে সাইয়েদ আহমেদ বাবু ফোনে গালিগালাজ করেন। এর প্রতিবাদ জানাতে গেলে সাংবাদিক সুজন মোহন্তকে বেধরক মারপিট করেন তিনি।
এ বিষয়ে সাংবাদিক সুজন মোহন্ত বলেন, “আমি প্রেসক্লাব দখলের পক্ষে না। আমাকে প্রস্তাব দিলে আমি তা প্রত্যাখান করি ও প্রতিবাদ জানাই। যার কারণে তিনি প্রথমে ফোনে গালিগালাজ ও পরে মারধর করেন।”
ঘটনায় উপস্থিত প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রাশেদুল ইসলাম বলেন, “মারধরের ঘটনাটি কাকতালীয়ভাবে ঘটেছে । আমার করার কিছু ছিল না।”
কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রেসক্লাব ভাঙার ষড়যন্ত্রে সে লিপ্ত না হওয়ায় এরকম পেশি শক্তি দেখিয়েছেন অপসাংবাদিকরা।”
টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য মো. বাদশা সৈকত বলেন, “আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”
কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, “এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”