মাদারীপুরের কুমার নদে একসঙ্গে গোসল করতে নেমে কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭) নামের দুই শিশু নিখোঁজ হয়েছে। তারা সম্পর্কে আপন ভাই-বোন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদারিপুর সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিখোঁজ কুলসুম আক্তার ও মিনহাজ ওই এলাকার লিটন মাতুব্বরের সন্তান। তারা স্থানীয় একটি মাদ্রাসা লেখাপড়া করত।
নিখোঁজদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মিনু বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারি জীবিকার তাগিদে কাজে বের হয়ে যান। মিনু বেগমও সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগ মাদ্রাসা থেকে এসেই পাশে কুমার নদে গোসল করতে চলে যায় কুলসুম ও মিনহাজ।
দুপুর একটার দিকে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে নদের পাশে ছুটে যান স্বজনরা। স্থানীয় পানিতে তাদের খুঁজতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। তারাও উদ্ধার অভিযান শুরু করেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।
নিখোজ শিশুদের মা মিনু বেগম বলেন, “আমাকে কিছু না বলেই ওরা এখানে গোসল করতে এসেছে। আশপাশের লোকজন তাদের গোসল করতে দেখেছে। ডুবুরিরা খোঁজ করছেন।”
মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত হোসেন বলেন, “আপন দুই ভাই বোনের নিখোঁজের সংবাদ পেয়ে এখানে এসেছি। ডুবুরি দল উদ্ধারে কাজ করছেন। বিস্তারিত পরে জানানো হবে।”