• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্রমিক লীগ নেতা আজিজ হত্যা, গ্রেপ্তার ৩


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ০৫:৩১ পিএম
শ্রমিক লীগ নেতা আজিজ হত্যা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে শ্রমিক লীগ নেতা আজিজ মহাজনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে র‌্যাব-১০ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে সোমবার (১৬ অক্টোবর) রাতে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নিহত আজিজ মহাজন‌ বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের আজর আলী মহাজনের ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি ছিলেন।

র‌্যাব কমান্ডার জানান, রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দির কোনাগ্রাম থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আজিজ মহাজন। কিছু দূর যেতেই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রহমান বাদী হয়ে বালিয়াকান্দি থানায় ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮/৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Link copied!