• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

মহাসড়কে পড়ে ছিল তরুণীর গুলিবিদ্ধ মরদেহ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ১২:৩২ পিএম
মহাসড়কে পড়ে ছিল তরুণীর গুলিবিদ্ধ মরদেহ

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে অজ্ঞাত এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস লেনে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে পাঁচটি গুলির খোসা পাওয়া গেছে। গুলি করে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটতে দেখা যায়। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের নিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আশপাশের ফুটেজ সংগ্রহ করে তদন্তের কাজ শুরু হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!