কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় পাঁচ রোহিঙ্গা নিহত হয়েছেন।
শুক্রবার (৭ জুলাই) সকাল ৬টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টে এ ঘটনা ঘটে।৮ এপিবিএন ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ক্যাম্প-৮ ডব্লিউএর এইচ-৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ-২১ ব্লকের মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১০-এর এইচ-৪২ ব্লকের নজিবুল্লাহ, ক্যাম্প-৩ এর বি-১৭ ব্লকের নুর আমিন ও অপরজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
৮ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, “ভোরে ক্যাম্পে দুই দল রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করালে সেখানেই তারা মারা যান। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
রোহিঙ্গারা জানান, ক্যাম্প নিয়ন্ত্রণে কিছুদিন ধরেই ওই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই সূত্রে ধরে শুক্রবার ভোরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি চলে। পাঁচজন নিহতের ঘটনায় ক্যাম্পজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।
এ ঘটনায় আরসা ও আরএসও নামে দুটি বিবদমান গ্রুপের নাম উঠে এসেছে।