শেখ হাসিনা-রেহানার রেস্টহাউস ভাঙচুর


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৯:১৬ এএম
শেখ হাসিনা-রেহানার রেস্টহাউস ভাঙচুর
ছবি : সংগৃহীত

খুলনার দিঘলিয়া উপজেলায় ভৈরব নদীর তীরে শেখ হাসিনা-শেখ রেহানার দৃষ্টিনন্দন রেস্টহাউস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রেস্টহাউসে ভাঙচুর শুরু করে তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। রেস্টহাউসের দরজা, জানালা, বাথরুমের ফিটিংস খুলে নিয়ে যায়।

উল্লেখ্য, দিঘলিয়ার নগরঘাট সংলগ্ন ভৈরব নদের তীরে হাসিনার মা ফজিলাতুন নেছা মুজিবের ৪ বিঘার মতো সম্পত্তি ছিল। মায়ের ওয়ারেশ সূত্রে ওই সম্পত্তির মালিক শেখ হাসিনা ও শেখ রেহানা। সম্পত্তির ওপর থাকা পুরানো গোডাউন ভেঙে আধুনিক একটি গোডাউন তৈরি করা হয়েছে। গোডাউনে সামনে ভৈরব নদের তীরসংলগ্ন দৃষ্টিনন্দন এ রেস্টহাউস তৈরি করা হয়।

Link copied!