কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার বিকেলে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় শাওনের বাবার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
জানা যায়, শাওনের বাবার বাড়িতে অগ্নিসংযোগ করে মাইকে গান বাজিয়ে আনন্দ-উল্লাস করে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস আগুন নেভাতে গেলে স্থানীয় জনতা দমকল বাহিনীকে ফিরিয়ে দেয়। তার বাবা সিটিজেন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সাবেক আওয়ামী লীগ নেতা এবং মা তহুরা আলী জামালপুরের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য।