• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জামিন পেলেন শামীম আশরাফ


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৬:১২ পিএম
জামিন পেলেন শামীম আশরাফ
কবি ও গ্রাফিক্স ডিজাইনার শামীম আশরাফ। ছবি : সংগৃহীত

কবি ও গ্রাফিক্স ডিজাইনার শামীম আশরাফের জামিন দিয়েছে ময়মনসিংহের ৩ নম্বর আমলী আদালত।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শুনানি শেষে আদালতের বিচারক তাজুল ইসলাম সোহাগ তার জামিন মঞ্জুর করেন।

এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ সিটি করপোরেশন ও মেয়রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে শামীম আশরাফকে আটক করে ময়মনসিংহ কোতয়ালি থানা পুলিশ।

কোতয়ালি থানার ওসি মাঈন উদ্দিন জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নগরের আঠারোবাড়ি বিল্ডিং এলাকায় অবস্থিত শামীম আশরাফের ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্রাফিটি’ থেকে তাকে আটক করা হয়েছিল।”

এদিকে মঙ্গলবার সকালে ‌ময়মনসিংহ সাহিত্য সংসদ ও বিক্ষুব্ধ সংস্কৃতিকর্মীরা নগরীর জিরো পয়েন্টে শামীম আশরাফের বিরুদ্ধে যড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেন।

Link copied!