• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র ১৪৩০, ২২ রমজান ১৪৪৬

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ শাহীন গ্রেপ্তার


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০২:১১ পিএম
যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ শাহীন গ্রেপ্তার
মো. শাহিন

চাঁদপুরের মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে দেশি অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ মো. শাহিন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে উপজেলার বেলতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২১ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

জাবিদ হাসান বলেন, চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং উত্তর মতলব থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার বেলতলী এলাকা থেকে তালিকাভুক্ত মাদক কারবারি শাহিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা, ২০টি ইয়াবা, দুটি গাঁজার ফিল্টার, দুটি সিম কার্ড, দুটি গাঁজা মাপার মেশিন, দুটি ছুরি, দুটি কাটার এবং নগদ ১৩ হাজার ৩৯০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তার ব্যক্তিকে মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে। গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Link copied!